অবতক খবর,৩০ জানুয়ারিঃ আজ সারাবিশ্বে কুষ্ঠ দিবস পালিত হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার মানিকতলায় প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হসপিটালের পক্ষ থেকে সারা বিশ্ব থেকে কুষ্ঠরোগ নির্মূল করার লক্ষ্যে

জনগণকে সচেতনতার বার্তা দিতে আজ সকালে এক র‍্যালির আয়োজন করা হয়। জাতীয় পতাকা নেড়ে উক্ত র‍্যালিটির শুভ সূচনা করেন স্কটিশচার্চ কলেজের অধ্যক্ষা মধু মঞ্জুরী মন্ডল। উক্ত র‍্যালিটিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হসপিটালের সুপারেনটেন্ট বিজয় প্রতাপ, বিজনেস অফিসার মার্ক মলয় এ্যমরোস, শিক্ষক মন্ডলী থেকে শুরু করে সংশ্লিষ্ট হাসপাতালের কর্মচারীবৃন্দ সহ নার্সগন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কটিশচার্জ কলেজের অধ্যক্ষা জানান যাতে কুষ্ঠ রোগীকে আমরা অবহেলা না করি। আর পাশাপাশি সংশ্লিষ্ট হসপিটালের মলয় বাবু জানান কুষ্ঠ রোগ ঘৃণার পাত্র নয় সুতরাং অবহেলা করার কোন প্রশ্ন যাতে না ওঠে তার দিকে খেয়াল রাখতে হবে ।