আত্মনির্ভরতার গান
তমাল সাহা

আমরা আত্মনির্ভর
নাহলে
পুলওয়ামা-লাদাখে
আমাদের এতো সেনা
মরে পরপর!

আমরা আত্মনির্ভর
নাহলে
আমার এতো দশ লাখি স্যুট
নিরাপত্তাবলয়,বিমান বহর!

আমরা আত্মনির্ভর
নাহলে
প্যাটেলের মূর্তি বানায় চিন
মার্কিনি দালালি সারাদিন!

আমরা আত্মনির্ভর
নাহলে
ঋণে ডুবে চাষি খায় কীটনাশক
শ্রমিকের ফাঁসিতে আত্মহত্যা
নিজের হাতে নিজে মরো
এও তো আত্মনির্ভরতা!

আমরা আত্মনির্ভর
নাহলে
আমরা হাতে নিই পঞ্চপ্রকল্প
গরুটি গাছে উঠেছিল
সে এক দারুণ গল্প!

আমরা আত্মনির্ভর
নাহলে
বেকারের ধড় কেন লাইনে?
আত্মহত্যা অপরাধ–
লেখা নেই ভারতীয় আইনে।

আমরা আত্মনির্ভর
নাহলে
নেতাদের কেন উঁচু উঁচু বাড়ি
কেন দামি দামি গাড়ি
জল না ফুটুক শূন্য তোমার হাঁড়ি!

আমরা আত্মনির্ভর
নাহলে
কর্পোরেটের হাতে বিক্রি করি দেশ?
আমরা আত্মনির্ভর,তা বেশ! তা বেশ!