অবতক খবর,২৭ জুনঃ‌ আজ বহরমপুর তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন হুমায়ুন কোবির ও নিয়ামত শেখ। হুমায়ুন কোবির বলেন আজ বহরমপুরে যেসব করার কথা ঘোষণা করা হয়েছিল গতকাল মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি র সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আজ তার সভা বাতিল করেন বলে তিনি জানান। আজ ডোমকলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির রোড শো এবং একই দিনে হুমায়ুনের সভা হওয়ার দরুন প্রকাশ্যে শুরু হয়েছে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব। যদিও আজ হুমায়ুন কোবির তার ডাকা সভা বাতিল করেছেন । আজকের যে ডোমকলে রোডসো সেই ডাক পাননি হুমায়ুন এবং নিয়ামত সে খ। হুমায়ুন কবিরের সঙ্গে গত ২০শে জুলাই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন নিয়ামত শেখ, রবিউল আলম চৌধুরী আব্দুর রাজ্জাক এবং সাইনা মমতাজ। এদের মধ্যে দুজন বিধায়ক রবিউল আলম চৌধুরী এবং আব্দুর রাজ্জাক আজ অভিষেকের কর্মসূচিতে ডাক পেয়েছেন া মমতাজ কন্যা তিনি জানিয়েছেন তার মা অসুস্থ সুতরাং তিনি যেতে পারবেন না। এই দুজনের ডাক পাওয়ার সম্বন্ধে হুমায়ুন কোবির বলেন আমরা মেরুদণ্ডহীন নই, যারা মেরুদন্ডহীন তারাই ওই কর্মসূচিতে যাবে।

তিনি নিয়ামত শেখের উপর ডোমকলে যাওয়ার ব্যাপারে সমস্ত দায়ভার দিয়ে বলেন নিয়ামত শেখ দীর্ঘদিনের রাজনীতিবিদ তিনি যদি যান আমিও তার সঙ্গে যাব । হুমায়ুন কবি র তিনি তার বক্তব্য থেকে পিছিয়ে আসছেন না তিনি আবার স্মরণ করিয়ে দেন জেলা সভাপতি শাওনি সিংহ রায় কে অবিলম্বে তাকে অপসারণ করাতে হবে। হুমায়ুন কবির বলেন পঞ্চায়েতের টিকিট বিলি নিয়ে যেভাবে ব্লক সভাপতিদের সঙ্গে যোগসাজস করে জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় বিধায়কদের অন্ধকারে রেখে টিকিট বিলি করেছেন তাতে বিধায়কদের সম্মানহানি হয়েছে। হুমায়ুন আবার বলেন লড়াইটা দলের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় এবং চেয়ারম্যানের অপূর্ব সরকারের বিরুদ্ধে, এর ফলে ভোটে কোন প্রভাব পড়বে না। নিয়ামত শেখ বলেন আমার কেন্দ্রের নির্দল নাই নির্দলের হয়ে আমরা কেন ভোট করতে যাব। আমরা নির্দলের হয়ে ভোট করতে যাব না নিয়ামত শেখ বলেন আমাদের লোক যখন নির্দল হয়ে দাঁড়িয়ে প্রত্যাহার করে নিয়েছে, না করে থাকেন তাহলে সে তার ভোট করবে। আমরা কোন নির্দলের ভোট করবো না । ডোমকলে অভিষেকের কর্মসূচিতে যাবেন কিনা এ বিষয়ে জানতে চাইলে বিধায়ক নিয়ামত শেখ বলেন নেতৃত্ব যখন বলেছে, আমরা যাওয়ার মনস্থির করছি। হুমায়ুন কবি র তিনি আবারও বলেন যাওয়ার সিদ্ধান্ত আমি পুরো নিয়ামত ভাই এর উপর দিয়েছি। তিনি যদি বলেন বাড়িতে ঘুমাবো তো তাই ঘুমাবো, আর তিনি যদি বলেন যাবো তাহলে এখানে একটু বিশ্রাম নিয়ে আমরা রওনা দিব বলে জানান বিধায়ক হুমায়ুন কোবির।