অবতক খবর, ১২ ফেব্রুয়ারি: আজ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত হাই ইস্কুল খুলে যাচ্ছে। তবে নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাসগুলি চলবে।

তার মধ্যেও শর্ত দেয়া হয়েছে যেসমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে আসবে তাদের মাস্ক, স‍্যানিটাজার ও জলের বোতল অবশ্যই নিয়ে আসতে হবে। যদি তারা না আনতে পারে তবে স্কুল কর্তৃপক্ষ এই সমস্ত জিনিস ষগুলো সরবরাহ করবেন।

তবে আরেকটি উল্লেখযোগ্য বিষয় যেসমস্ত ছাত্রছাত্রীরা আসবে তাদের অভিভাবকদের কাছ থেকে অনুমতিপত্র আনতে হবে। তা দুজন ছাত্র ছাত্রীর বেশি একটি বেঞ্চে বসতে পারবে না। মাধ‍্যমিক পরীক্ষার্থী,এগারো এবং বারো ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস হবে তবে যারাক্লাস নাইন এবং টেনে পড়ছে তাদের ক্লাস অনিয়মিত হবে, তার নির্দেশ দেবে স্কুল কর্তৃপক্ষ‌। এইভাবে বর্তমানে স্কুলে প্রশিক্ষণ চলবে।

জানা গেছে ইতিমধ্যে গতকাল সমস্ত স্কুল দমকল বিভাগের সহযোগিতায় স‍্যানিটাইজ করা হয়েছে্
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ নজরদারি রাখছেন এবং ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা ছাড়া বাইরের অন্য কেউ আপাতত স্কুলে প্রবেশ করতে পারবেন না।