অবতক খবর,১২ ফেব্রুয়ারি: গতকাল বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পুলিশের বর্বর হামলা এবং আক্রমণ চলে সেই ছাত্র-যুব মিছিলের উপর। শান্তিপূর্ণ এই মিছিলের উপর কেন হামলা,কেন ছাত্র-যুবদের গণতান্ত্রিক অধিকার হরন করা হলো তার প্রতিবাদে আজ ১২ ঘণ্টার ধর্মঘট ডাকা হয়েছে। সেই ধর্মঘটের কর্মসূচি হিসেবে কাঁচরাপাড়া রেল স্টেশনে আজ সকাল থেকেই অবরোধ চলে।

সিপিআইএম এরিয়া কমিটি সম্পাদক দেবাশিস রক্ষিত জানান, রাজ্য সরকারের পুলিশের এই বর্বর পৈশাচিক আক্রমণের প্রতিবাদে আজকের এই ধর্মঘট ১২ ঘন্টার। আমরা জনগণের কাছে আবেদন রাখছি এই ধর্মঘট পালন করার জন্য। কারণ এটি একটি রাজ্য সন্ত্রাস। তিনি বলেন,এই আক্রমণে অসংখৃ ছাত্র যুবক আহত হয়েছেন। কাঁচরাপাড়ার ছাত্রযুবরাও আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নার্সিংহোমে পাঠানো হয়েছে। তিনি জানান, তারা এই আন্দোলনকে বৃহত্তম আন্দোলনে পরিণত করার জন্য আগামীতে কর্মসূচি গ্রহণ করছেন।