অবতক খবর :: নদিয়া ::    রাজনৈতিক কর্মকাণ্ডের মতই জেলায় ক্রমাগত বাড়ছে করোনা পজিটিভের সংখ্যাও। জেলা প্রশাসন মরিয়া হয়ে উঠেছে করনা প্রতিরোধে।

আবারও পূর্বের মতোই জেলার কিছু জায়গায় বিকাল পাঁচটার পর নেমে আসবে ভোর। সন্ধ্যেবেলা বা রাত পুরোটাই কাটাতে হবে চার দেওয়ালের মধ্যে। এমনকি দিনের বেলায়ও ওই এলাকার মধ্যে বড় রেস্তোরাঁ শপিং মল ,বাজার জনসমাগম হতে পারে এমন সবকিছু থাকবে বন্ধ। এবার দেখে নেয়া যাক কনটেন্টমেন্ট জোন হিসেবে জেলার কোন কোন এলাকা চিহ্নিত করা হলো

#কালিগঞ্জ………….. দেবগ্রাম, বড় চাঁদঘর
#কৃষ্ণনগর……….. ওয়ার্ড নাম্বার ২১
#নাকাশিপাড়া…….. বেথুয়া ডহরি টু
#তেহট্ট ২……………. গোপিনাথপুর
#তেহট্টো ১…………… বেতাই টু
#শান্তিপুর ……… ওয়ার্ড নাম্বার ২০
#রানাঘাট………… ওয়ার্ড নাম্বার ১০
#তাহেরপুর…………. ওয়ার্ড নাম্বার ২
#হাঁসখালি…………….. গাজনা এবং সগুনা
#কল্যাণী ব্লক ………….. কাঁচরাপাড়াএবংমদনপুর ১
#কল্যাণী পৌর এলাকা…… ……১৭ এবং ৭ নম্বর ওয়ার্ড
#চাকদহব্লক …………..চাঁদুড়য়া ১
#চাকদহ শহর………. ….৪ নম্বর ওয়ার্ড
#হরিণঘাটা শহর………. ৭ নম্বর ওয়ার্ড।