অবতক খবর,সংবাদদাতা,কোচবিহার, ১৪ ই জুলাই :: ১৪ ই জুলাই থেকে শুরু হয় অরণ্য সপ্তাহ। তাই অরণ্য সপ্তাহকে সামনে রেখে কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় হাজারটি নিমগাছের চারা লাগানোর উদ্যোগ নিল কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সকালে পৌরসভার সামনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে নিয়ে সাগরদিঘী চত্বর ও পৌরসভা সামনে নিম গাছের চারা লাগালেন তিনি।

নিম গাছের চারা লাগানো প্রসঙ্গে চেয়ারম্যান বলেন ছোট থেকে শুনে আসছি নিম গাছের হাওয়া লক্ষ টাকার দাওয়া ‌। এই গাছের অনেক গুণাগুণ রয়েছে,তাই আমরা কোচবিহার শহরে হাজারটি নিম গাছের চারা লাগানোর কর্মসূচি নিয়েছি। শুধু গাছ লাগানোই নয় এই গাছগুলির পরিচর্যা করার দায়িত্ব কোচবিহার পৌরসভা।