অবতক খবর, ৩০সেপ্টেম্বর :: অবশেষে পানিহাটি নিহত কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলার চার্জ শিট গঠন হলো ব্যারাকপুর আদালতে। বেশ কিছু দিন যাবত কোর্টের দেওয়া নির্দেশ ও তারিখে অভিযুক্তরা কোর্টে হাজির হলেও তারা কোন উকিলকে নিজেদের জন্যে দাড় করাতে পারছেন না। গত ২৮ তারিখ কোর্ট কড়া মনোভাব দেখায় এবং আদালতের তরফ থেকে একজন আইনজীবীকে নিযুক্ত করেন আসামী পক্ষের হয়ে লড়ার জন্য। আজ চার্চ শিট গঠনের কড়া নির্দেশ দেওয়া হয় এবং আদালত অভিযুক্তদের তরফ থেকে এক জন উকিলকে নিযুক্ত করে দেন কেস লরার জন্য।

তবে এই বিষয়টিকে অভিযুক্ত আসামীদের চার্চ শিট গঠন না করতে দেওয়ার চাল বলেই অভিযোগ করেছেন মৃতের স্ত্রী ও উকিলরা। এদিন সরকারি উকিল বলেন, আজ চার্জ শিট গঠন হয়েছে। কিন্তু আসামীরা নানা ধরনের পন্থা নিচ্ছিল যাতে চার্জ গঠন না হয়। এরা কোর্টে জানিয়েছিল যে অর্থের কারনে উকিল নিচ্ছেন না তারা। অথচ হাই কোর্ট অভিযুক্তরা নিজেদের বেল অ্যাপ্লিকেশন জমা দিয়ে দিয়েছে ।

যাতে চার্জ গঠন হওয়ার পর গ্রেপ্তার না হয়। কোর্ট এটা জানার পর অভিযুক্তদের সমস্ত কারসাজি বুঝে এদের জন্য উকিল নিযুক্ত করে দেয়। তারপর চার্জ শিট গঠন হয়।