অবতক খবর ,অভিষেক দাস,মালদা:- অন্ধ ছেলেক নিয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছে বৃদ্ধা। দু বেলা পেট ভরে খাওয়া ও থাকার ঘরের জন্য দিল্লীর দরবার পর্যন্ত হয়েছেন বৃদ্ধা। তবুও কাজের কাজ কিছুই হয়নি। সঠিক নথি দেখাতে না পারায় প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়নি। অবশেষে অন্ধ ছেলেকে নিয়ে জেলা শাসকের দারস্থ। যদিও জেলা শাসক নিজে দেখা করেননি , অসহায় মহিলা ও তার ছেলের সাথে। জেলা সমাজ কল্যান দপ্তরের আধিকারিক অরিন্দম ভাদুড়ি সাথে দেখা করেন। তাঁদের সমস্ত রকমের সমস্যার কথা শুনে সাহায্যের আশ্বাস দেন।

চাঁচল এক নম্বর ব্লকের মতিয়ারপুর পঞ্চায়েতের কালিয়াপাড়ার বাসিন্দা আকলিমা বেওয়া। তার তিন ছেলে। এক ছেলে সুস্থ স্বাভাবিক। সে বিয়ে করে আলাদা থাকে। বাকি দুই প্রতিবন্ধী ছেলে নিয়ে চরম সমস্যায় রয়েছেন। এক জন মূক বধির। একজন দৃষ্টিহীন। আশরাফুল দৃষ্টিহীন হলেও তাঁর বিয়ে হয়। কিন্তু স্ত্রী আনোয়ারা বিবিও প্রতিবন্ধী। তাদের একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে। সেও জন্ম থেকে দৃষ্টিহীন। বাড়িতে পাঁচজন প্রতিবন্ধী রয়েছে , তাদের মধ্যে দুই জন প্রতিবন্ধী ভাতা পায়। দুই জনের প্রতিবন্ধী ভাতা ছাড়া আর কোন সুযোগ সুবিধা পাইনা । এমন পরিস্থিতি, বর্তমানে দুই বেলা খাবার জোটেনা। থাকার ঘর নেয়। ছুপড়ির মধ্যে প্রতিবন্ধী পরিবার নিয়ে থাকেন আকলিমা বেওয়া। বৃষ্টিতে জল জমে গিয়েছে ঘরে। থাকতে পারছেনা। বিডিওর দারস্থ হয়েও কোন লাভ হচ্ছেনা। এর আগে স্থানীয় প্রশাসনের দারস্থ হয়ে কোন সুরাহা , না মেলায় দিল্লী গিয়েছিলেন আশলিমা বেওয়া। সেখানে দেখা করতৈ পারেনি প্রধানমন্ত্রীর সঙ্গে। এবার খাবার ও ঘরের দাবিতে জেলা প্রশাসনের দারস্থ হয়েছেন। যদিও জেলা সমাজ কল্যান দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।