সানমার্গ চিটফান্ড মামলায় এবার রাজু সাহানি ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল সিবিআই

অবতক খবর,২৬ অক্টোবরঃ বর্ধমানের সানমার্গ চিটফান্ড মামলায় হালিশহরের পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানির পর আরও এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল সিবিআই।

উল্লেখ্য, এর আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই সঞ্জয়। অভিযোগ, রাষ্ট্রপতি নির্বাচনের সময় পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল নেতা নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ভোটের বিনিময়ে মোটা অঙ্কের টাকা দিতে চান এই সঞ্জয়। নরেন্দ্রনাথ পুলিশের কাছে অভিযোগে লিখেছিলেন,”সম্ভবত শুভেন্দু অধিকারীর হয়ে এই কাজে নামেন সঞ্জয়।” এর পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গত ১৭ জুলাই এই মামলা করেন তৃণমূল বিধায়ক। কয়েকদিন জেলে থাকার পর জামিনে মুক্ত হন সঞ্জয়।

এই বার তাঁকে চিটফান্ড মামলায় গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের দাবি, সঞ্জয়ও রাজু সাহানির ঘনিষ্ঠ।

এই ব্যবসায়ীকে গতকাল রাতে গ্রেফতার করে সিবিআই।

ট্রেনে করে হাওড়া থেকে আসানসোল নিয়ে যাবে সিবিআই। তাকে আসানসোল আদালতে তোলা হবে।