অবতক খবর: কলকাতা বিমানবন্দরে পা রেখেই রাজ্যে পঞ্চায়েত ভোট-হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুর শহরে এসে বলেন, ‘মমতার সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে’। আর এবার পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।এদিন ফিরহাদ হাকিম বলেন, বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে, যারা বাংলা ভাষাকে অবমাননা করে, তাঁদের বাংলায় রাজনীতিতে স্থান নেই।’

এরপর অমিত শাহ’র রাজ্য সফর নিয়ে ডেলি প্যাসেঞ্জারি তকমা দিয়ে ফিরহাদের সংযোজন,’ তাঁদের বড় বড় নেতা অনুরাগ-বিরাগ কলকাতা এলে খুব বেশি লাভ হবে না।’

এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে অনুরাগ ঠাকুর বলেন, “পঞ্চায়েত হিংসায় মোট ৫৭ জন খুন হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কর্মীরা গুন্ডামি করেছে। মমতার নেতৃত্বে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বাংলায়। রাজনৈতিক লাভের জন্য ৮-৯ বছর ধরে অপরাধীদের সংরক্ষণ করেছেন উনি। মানুষ তার জবাব ভোটের মাধ্যমে দিয়েছেন। বিজেপির আসন প্রায় দ্বিগুণ হয়েছে। এটা প্রমাণিত মমতার সময় ধীরে ধীরে ফুরিয়ে এসেছে।”

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপি প্রার্থীদের সম্বর্ধনা দিতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি প্রথমে যান হুগলির কামারপুকুরে। শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কেন্দ্রীয় মন্ত্রী। খানাকুলে গিয়ে পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপি প্রার্থীদের সম্বর্ধনা দেবেন অনুরাগ ঠাকুর এমনটাই খবর।