অবতক খবর,৭ ডিসেম্বরঃ স্কুলের তালা ভেঙ্গে মিড ডে মিল এর চাল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইলুয়াবাড়ি ( হোটেল ) প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল কতৃপক্ষ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার স্কুলে দুই কুইন্টাল মিড ডে মিল এর চাল এসেছিল। কেউ বা কারা রাতে স্কুলের তালা ভেঙ্গে সেই চাল গুলি চুরি করে নিয়ে গিয়েছে। বুধবার সকালে স্হানীয় কিছু অভিভাবক স্কুল ঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পায়। স্হানীয় বাসিন্দারা স্কুল কতৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে স্কুল কতৃপক্ষরা এসে দেখতে পান যে মিড ডে মিল এর সমস্ত চাল চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এতে মিড ডে মিল রান্না করতে চরম সমস্যায় পড়েছে স্কুল কতৃপক্ষ। বিষয়টি ইসলামপুর থানার নজরে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার সরকার।
ABTAK EXCLUSIVE