অবতক খবর, ৭ডিসেম্বর : দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ১৫ বছর পর হারল বিজেপি। বোর্ড দখল করল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দিল্লিতে উঠলো ঝাড়ু ঝড়। মিলে গেল বুথ ফেরত সমীক্ষার ফল। দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন বা MCD দখল করল আম আদমি পার্টি বা AAP। ১৫ বছর পর MCD হাতছাড়া হল BJP-র। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত ২৫০টি ওয়ার্ডের মধ্যে ১২৯টি ওয়ার্ডে জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। অন্যদিকে পদ্ম শিবির জিতেছে ৯৭টি ওয়ার্ডে। এদিন গণনা শুরুর প্রথম দিকে ম্যাজিক ফিগার বেশি ওয়ার্ডে এগিয়ে ছিল BJP। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটের ফল ঘুরতে শুরু করে। একটা সময় দুই দল সমান সমান আসনে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার পেরিয়ে যায় আপ। রাজধানী দখলে আসে আম আদমি পার্টির। হাতছাড়া হলো বিজেপির দিল্লি নগরনিগম।