নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::কলকাতা ::৯ই ডিসেম্বর :: অভিনয় ও সেক্স এই দুটোর মধ্যে যে কোনও একটা ছেড়ে দিতে হলে কোনটা ছাড়বেন কার্তিক আরিয়ান??
এই সাক্ষাৎকারে অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন কার্তিক। কার্তিক বলেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে ভাল লাগে না।
আবার ব্যক্তিগত জীবন অযথা লুকোতেও ভাল লাগে না। শুধুমাত্র পাপারাৎজিরা থাকবেন বলে আমি রেস্তোরাঁয় কারোর সঙ্গে ডিনারের প্ল্যান বাতিল করব না।
কার্তিক জানান তিনি সেক্স ও অভিনয় কোনওটাই ছাড়তে পারবেন না। কার্তিকের কথায়, অভিনয় ও সেক্স এই দুটো আমার কাছে ব্রেড ও বাটারের মতো। কোনওটাই ছাড়া সম্ভব নয়। অভিনয় এবং সেক্স বা প্রেম এগুলো একটা আর একটার সঙ্গে জড়িয়ে।
ব্রেক আপ হলে কী ভাবে সেই দুঃখ থেকে উঠে দাঁড়াতে হয়, সেই টিপসও দেন অনন্যা। অভিনেত্রীর কথায়, একটা ব্রেক আপের দুঃখ থেকে বেরোতে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যাওয়াই সবচেয়ে ভাল উপায়।