অবতক খবর,১২ মে,মালদা:- শোয়ার ঘর থেকে এক নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার বামনগোলা থানার নারায়নপুর এলাকায়। মৃতদেহ আনা হলো ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মৃত স্কুল ছাত্রীর নাম অর্পিতা মন্ডল বয়স(১৪)বছর। পরিবারের রয়েছে বাবা অসীম মন্ডল, মা সরস্বতী মন্ডল।। অর্পিতা স্থানীয় গাঙ্গরিয়া মিশন স্কুলের নবম শ্রেণীতে পড়াশোনা করতো।
পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায় গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে ওই স্কুল ছাত্রী নিজের ঘরে। রাতেই পরিবারে লোকেরা দেখতে পায় ঘরের ভিতরে তার ঝুলন্ত দেহ। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা ওই স্কুলছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। আজ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আনা হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত স্কুল ছাত্রীর পরিবার সহ গোটা গ্রামে।