গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হিঙ্গলগঞ্জে

অবতক খবর,১২ মেঃ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার রামেশ্বরপুর বরুনহাট গ্রাম পঞ্চায়েতের বাদামতলা এলাকার ঘটনা। ছয় মাস আগে হিঙ্গলগঞ্জ থানার হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামের বছর ২০ এর কোয়েল বর্মনের সঙ্গে বিয়ে হয় হাসনাবাদ বাদামতলার বছর ২৩ এর যুবক রাহুল মন্ডলের সঙ্গে, পেশায় ভিডিও ফটোগ্রাফার।

কোয়েল একটি কেজি স্কুলে শিক্ষকতা করতেন। বিয়ের পর থেকে রাহুল ও কোয়েলের মধ্যে বচসা ঝামেলা গন্ডগোল এমনকি মারধর হত বলে পরিবার সূত্রে খবর। এই নিয়ে কোয়েল বাপের বাড়িকে জানালে দুটো পরিবারের মধ্যে বসে সমস্যা মিটলেও। এই গন্ডগোলের জেরে শারীরিক ও মানসিক নির্যাতন চলেত কোয়েলের ওপর। আজ দুপুর বেলা কোয়েল স্কুল থেকে ফিরে ঘরবন্দি হয়ে যায়। স্বামী রাহুল এবং তার পরিবারের লোকজন ডাকাডাকি করলেও উত্তর না মেলায় ঘরের দরজা ভেঙে দেখা যায় বধু পাখার সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে। রাহুলের পরিবারের লোক মৃত গৃহবধূর পরিবারের লোককে খবর দিলে ১০৭ গাড়ি করে এসে শ্বশুরবাড়িতে দাবী করেন, তাদের মেয়ে আত্মহত্যা করেনি, জোর করে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। দফায় দফায় ভাঙচুর মারধর চলে এমনকি মৃতদেহ নিয়ে পরিবার হাসনাবাদ ও লেবুখালী রোডের বাদামতলায় অবরোধ শুরু করেন মৃতের পরিবারের লোকজন। এই ঘটনায় স্বামী শ্বশুর-শাশুড়িসহ সবাই পলাতক ।ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।