নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৪শে ডিসেম্বর :: দক্ষিণ দিনাজপুর :: লোনের ৩০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল বালুরঘাটের এক মহিলার বিরুদ্ধে| থানার দ্বারস্থ প্রতারিতরা। অভিযোগ ওঠা মহিলার নাম সোমা মুখার্জি।
বাড়ি বালুরঘাট শহরের আত্রেয়ী কলোনি এলাকায়। জানা গেছে, এই এলাকার প্রায় ২২ জনের কাছ থেকে প্রলোভন দেখিয়ে ৩০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় সে । ঘটনায় সোমবার বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন প্রতারিতরা। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।