অবতক খবর,২৩ এপ্রিলঃ কিশোরীর মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি কালিয়াগঞ্জে৷ মৃতার পরিবার যখন ধর্ষণ করে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি তুলছে তখন উলটো দিকে একে পুলিশ প্রাথমিকেভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে করছে। এই পরিস্থিতিতে রবিবার মৃতার বাড়িতে যান জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াংক কানুনগোর নেতৃত্বে এক প্রতিনিধি দল।

রবিবার সকাল সাড়ে ৮ টা নাগাদ রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সার্কিট হাউস থেকে মৃতার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের কনভয়। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াংক কানুনগোর নেতৃত্বে ৩ সদস্যর দল গ্রামে যান। কথা বলেন মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে। গোটা ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

কিন্তু তার আগেই মৃতার বাড়িতে যেতে সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এনিয়ে পুলিশের সঙ্গে বচসাও হয়। কোনো লিখিত আদেশ ছাড়াই কেন সাংবাদিকদের মৃতার বাড়ির দিকে যেতে বাধা দেওয়া হল তা নিয়ে উঠছে প্রশ্ন৷