অবতক খবর,২৩ এপ্রিল,নববারাকপুর: বিশ্ব সেবাশ্রম সঙ্ঘে অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথদেবের চন্দন যাত্রায় জগন্নাথদেবের গায়ে চন্দন মাখিয়ে দিচ্ছেন শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী।রবিবার সকালে নববারাকপুর বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের সুবিশাল জাগ্রত জগন্নাথ দেব মা শুভদ্রা এবং বলভদ্র প্রতি পূজা অর্চনা করে প্রতি বছরের মতো অঙ্গ চন্দন লেপন করে জগত শীতলতর করা হয়। বিশ্ব সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীসমীরেশ্বর ব্রহ্মচারী জানান অক্ষয় তৃতীয়ায় গ্রীষ্মের দাবদাহ থাকার জন্য জগন্নাথ দেবের স্ত্রী অঙ্গে চন্দন মাখানো হয়।

পুরীর রীতি অনুযায়ী বিশ্ব সেবাশ্রম সঙ্ঘে প্রতি বছরের মতো সুবিশাল বিগ্রহ প্রভু জগন্নাথ দেব মা শুভদ্রা এবং বলভদ্র গায়ে চন্দন মাখিয়ে জগতকে শীতল করা হয়। আগামী স্নান যাত্রায় পবিত্র ব্রহ্ম সরোবরে ১৫০ টি দেশের নদনদীর কৈলাশ মানস সরোবর মাটির জলে স্নানযাত্রা করানো হবে প্রভু জগন্নাথ মা শুভদ্রা বলরাম কে।