নিজস্ব প্রতিনিধি:বীজপুর থানার তৎপরতায় বাড়ি ফিরল বছর তোরোর গগন ডোম নামের এক কিশোর। গত ৩০ তারিখ শারীরিক অসুস্থতার কারণে কল্যাণীর জে এন এম হাসপাতলে পরিবারের লোকজন ভর্তি করে ওই কিশোরকে। গত ৩ তারিখ দুপুরে হাসপাতাল থেকে হারিয়ে যায় ওই কিশোর। আঁতপুর অকল্যান্ড জুটমিল জগদ্দল থানার বাসিন্দা ওই কিশোর। পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেয়ে হতাশ হয়ে জগদ্দল থানায় অভিযোগ জানান। ৪ তারিখ রাতে ফোন যায় ওই কিশোরের পরিবারের কাছে, বীজপুর থানায় তাদের আসতে বলা হয়। পরিবারের লোকজন তাদের ছেলেকে কাছে পেয়ে ধন্যবাদ জানায় বিজপুর থানা আইসি কৃষ্ণেন্দু ঘোষ সহ সমস্ত অফিসারদের।
ABTAK EXCLUSIVE