অবতক খবর : নৈহাটি মাছবাজারের নিকট বিজেপি থেকে আসা প্রায় ৭৫ জন সমর্থক রাজু বোস ও বাবন ব্রহ্মর নেতৃত্বে বিধায়ক পার্থ ভৌমিক সহ উত্তর চব্বিশ পরগণা জেলার সাধারণ সম্পাদক সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূল দলে যোগদান করলেন। উক্ত অনুষ্ঠানে নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চ্যাটার্জী সহ কাউন্সিলর তথা জঞ্জাল ও স্বাস্থ্য বিভাগের পারিষদ সনৎ দে, শম্ভুনাথ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে পার্থ ভৌমিক তাঁর ভাষণে কেন্দ্রীয় সরকারের জোর করে জনগণের ওপর এন.আর.সি. চাপিয়ে দেওয়া, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলুপ্তকরণের বিরোধিতা করেন।এক প্রশ্নের উত্তরে সুবোধ অধিকারী জানান, ব্যারাকপুর মহকুমা একজন ক্রিমিনাল এমপি পেয়েছেন। যিনি বর্তমানে সবসময়ই বোম এবং গুলি ব্যবহার করে ব্যারাকপুর অঞ্চলকে উত্তপ্ত রাখতে চাইছেন। যা বর্তমানে সাধারণ মানুষের কাছে পিংপং বলের মত হাস্যকর অবস্থায় পৌছেছে বলে তিনি জানান।এক প্রশ্নের উত্তরে পৌর প্রধান অশোক চ্যাটার্জী বলেন, বর্তমানে ব্যারাকপুর সাংসদের কর্মী সংকুচিত করার ক্ষমতা নেই, কেবলমাত্র ক্রিমিনাল ও গুন্ডা তৈরীর অভিযোগ করেন তিনি। স্বাভাবিক ভাবেই মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়ন ও মতামত আদর্শের উপর ভিত্তি করেই মানুষ দলে দলে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে বলে তিনি জানান।