অবতক খবর,২০ মার্চ: প্রয়াত সিটু নেতা দিলীপ ভট্টাচার্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়ার সুকান্ত পল্লীর বাসভবনে তিনি প্রয়াত হলেন।
আজ তাঁর পরিবারকে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর আত্মার শান্তি কামনা করার পাশাপাশি আগামীতে তাঁর পরিবারের পাশে থাকবেন বলে জানালেন।