অবতক খবর,৪ মেঃ গত ২রা মে নৈহাটি থানার অন্তর্গত লিচু বাগান ঘাটে দুই স্কুল ছাত্রর গঙ্গায় তলিয়ে যাওয়ার পর কেবলমাত্র শুভম দে’র নিথর দেহ মাঝ গঙ্গা থেকে পাওয়া গেলেও প্রায় ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হয়ে যাবার পরও অপর আরেক জলে ডোবা ছাত্র সুজল সাউয়ের দেহ এখনো পুলিশ প্রশাসন উদ্ধার করতে পারিনি। আর এই ব্যাপারে পুলিশ প্রশাসনের প্রতি খোব উগরে দিলেন সুজল সাউয়ের মা সহ পাড়ার প্রতিবেশীরা।
ABTAK EXCLUSIVE