অবতক খবর,৪ মেঃ বীজপুর বিধানসভার অন্তর্গত কাঁচরাপাড়া শহরে রাম-বাম কি এক হয়ে গেল? কারণ সেটা বাম তো দেখাতে চাইছে না, কিন্তু রাম এগিয়ে এসেছে দেখানোর জন্য। কাঁচরাপাড়া মন্ডল-২ এর সভাপতি নরেন রায় নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে সিপিআইএম নেত্রী মিনাক্ষীর একটি বক্তব্য তিনি শেয়ার করেছেন। আর এতেই শুরু হয়ে গেছে শোরগোল। এই নিয়ে বিজেপি নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। শহরের বিজেপি দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি নরেন বাবু আগামীতে বামের হাত ধরতে চলেছেন?

তার ফেসবুকের ওই পোস্টটি অনেকেই শেয়ার করেছেন আবার অনেকে স্ক্রিনশট নিয়ে এদিক-ওদিক ছড়িয়ে দিচ্ছেন। আমাদের কাছেও এসেছে ওই স্ক্রিনশট। পাঠকদের সুবিধার্থে সেই স্ক্রিনশট আপনাদের সম্মুখে তুলে ধরলাম আমরা।

তবে এই নিয়ে যখন আমরা কয়েকজন বিজেপি নেতাদের সঙ্গে কথা বলি তখন তারা জানান,এটি তাঁর ব্যক্তিগত ব্যাপার আর তিনি কি কারণে এটি শেয়ার করছেন, তা একমাত্র তিনিই বলতে পারবেন।

এই বিষয়টি নিয়ে নরেন রায়ের সঙ্গে কথা বললে তিনি জানান,হয়তো ভুলবশত ওই পোস্টটি আমার ফেসবুক পেজ থেকে শেয়ার হয়ে গেছে।

এই ঘটনার প্রায় কুড়ি ঘন্টা কেটে গেছে। বিষয়টি ছড়িয়ে পড়েছে বিজেপি মহলে আর তাতেই শহর জুড়ে শুরু হয়েছে শোরগোল।