অবতক খবর,২৫ নভেম্বর: গঙ্গাসাগরের খাশ রাম কর শিশু ও যুব গোষ্ঠীর পরিচালনায় চারদিনব্যাপী নক আউট ৩৮ তম ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বিশালক্ষি ময়দানে।
মূলত কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে এই আয়োজন।
টিম ভর্তির শেষ তারিখ ছিল ২৩ শে নভেম্বর সকাল দশটা পর্যন্ত। খেলার শুভ সূচনা হয় ২৫ শে নভেম্বর সকাল দশটা নাগাদ। এই প্রতিযোগিতার শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।
টিম ভর্তির ফি ২,১০১ টাকা এবং প্রতিবাদ ফি ৬,০০১ টাকা।
প্রথম পুরস্কার স্বরূপ থাকছে ব্যোমকেশ মণ্ডল স্মৃতি ট্রফি সহ নগদ ৭০,০০০ টাকা।
দ্বিতীয় পুরস্কার ভাগবত চন্দ্র খাটুয়া স্মৃতি ট্রফিসহ নগদ ৫০,০০০ টাকা।
ছাড়াও সেমিতে অনুত্তীর্ণ দুটি দলের জন্য থাকছে আড়াই হাজার টাকাসহ সুদৃশ্য ট্রফি।
সর্বশ্রেষ্ঠ গোলকিপার, সর্বশ্রেষ্ঠ গোলদাতা এবং সর্বশ্রেষ্ঠ খেলোয়ার এর জন্য থাকছে একটি করে মোবাইল।পাশাপাশি প্রতিটি দলকে দেওয়া হবে জার্সি সেট।
সবকিছু মিলিয়ে একেবারে দৃষ্টি আকর্ষণ করেছে ক্রীড়াপ্রেমীদের।
খেলার পাশাপাশি মুক্ত ধারা সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকটি চারাগাছ প্রদান করা হয়। সম্প্রতি ইয়াশ ও আমফান ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কবলে বিদ্ধস্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। তারই গাঠনিক রূপ ফেরাতে এবং পরিস্থিতি বহাল রাখতেই এই কর্মসূচি।