অবতক খবর,২৫ নভেম্বর: আজ সকাল থেকেই কাঁচরাপাড়া পোস্ট অফিসে শুরু হয়েছিল আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্কের কাজ। যার জেরে মানুষ লম্বা লাইন দিয়েছিলেন পোস্ট অফিসের সামনে। হঠাৎই সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। দেখা যায়,লাইন দেওয়া নিয়ে শুরু হয় গন্ডগোল।

অভিযোগ,কাঁচরাপাড়া সার্কাস ময়দানের বাসিন্দা চৌরাই নামে এক ব্যক্তি লাইনে দাঁড়ানো অপর এক মহিলাকে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। যার জেরে আরো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে। এই ঘটনা দেখার পর লাইনে দাঁড়ানো উত্তেজিত জনতা চৌরাই নামে ওই ব্যক্তিকে গণধোলাই দেয়।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। আহত মহিলাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

ওই অঞ্চলের অধিবাসীরা এবং লাইনে দাঁড়ানো মানুষজন প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে। তারা বলছেন, সকাল থেকেই এরকম লাইন দেখা সত্ত্বেও প্রশাসনের পক্ষে কেন একজন সিভিক ভলেন্টিয়ার সেখানে মোতায়েন করল না পুলিশ প্রশাসন?