অবতক খবর,৯ মে: আগামী ১৩ই মে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন।আর তার আগে আজ কার্যত বৃষ্টিতে ভিজে হুট খোলা গাড়িতে সাধারণ ভোটারদের সঙ্গে জনসংযোগ সারছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে তারকা ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠান।আজ বড়ঞা ব্লকের পাঁচথুপি এলাকায় হুড খোলা গাড়িতে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করলেন পাঠান সকাল থেকেই মুর্শিদাবাদের আকাশ আজ মেঘলা।
কোথাও কোথাও চলছে হালকা ও মাঝারি বৃষ্টি একই ভাবেই সকাল থেকে বড়ঞা ব্লকেও শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি সেই বৃষ্টিতে ভিজে ই আজ ভোট প্রচার করতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে।