একটাই ঠাকুর
তমাল সাহা
দুগ্গা ঠাকুর দেখেছিলেম
সন্ধি পুজোর রাতে
দাঁড়িয়ে আছে মা আমার
অস্ত্র দশ হাতে।
সব অসুরেরা টিঁকে আছে
রাতের অনুচর
হয়নি কো ভস্ম তারা
রাজার দোসর।
লক্ষীঠাকুর দেখেছিলেম
কোজাগরী রাতে
ন্যাংটো ছেলে দাঁড়িয়ে কাঁদে,
ভাত নেই তার পাতে।
অমাবস্যায় দেখেছিলেম
খড়্গ হাতে রক্ত মাখা কালী
অমানিশা কাটেনিকো
ওঠেনি চাঁদ এক ফালি।
সব ঠাকুরে প্রাণ সঁপেছি
এখন করি গড়
সব ঠাকুরের সেরা ঠাকুর–
রবিঠাকুর!
তোমাকেই নির্ভর।