অবতক খবর,২১ মার্চঃ দীর্ঘদিন মডেল জগতের সঙ্গে যুক্ত নৈহাটি বিজয় নগরের বাসিন্দা শ্বেতা চক্রবর্তী। গত ২০১৭ সাল থেকে অয়ন শীলের সাথে পরিচয় শ্বেতা চক্রবর্তী। জানা যাচ্ছে অয়ন শীলের স্ত্রীর সুবাদেই মডেল শ্বেতার সাথে পরিচয় অয়নের। অয়ন শীল পেশায় প্রোমোটিং এর ব্যবসা করেন। অয়নশীলের প্রোমোটিংয়ের ব্যবসা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন শ্বেতা। দীর্ঘদিন ধরে কামারহাটি পৌরসভার সিভিল ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন শ্বেতা চক্রবর্তী। গতকাল অয়ন শীলের বাড়ি থেকে যে সমস্ত নথি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা। সেখানে পৌরসভাতেও নিয়োগ দুর্নীতির অভিযোগ পেয়েছেন তদন্তকারী সংস্থা। সেখানেই বেশ কয়েকটি পৌরসভার নাম ও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এটি সূত্রে। আর তাতেই কামারহাটি পৌরসভায় কর্মরত শ্বেতা চক্রবর্তীর সূত্র পান তদন্তকারী অফিসারেরা। ইডির তদন্তে দেখা গেছে শ্বেতা একটি গাড়ি কেনার সময় বেশ কিছু অর্থ দিয়ে ছিলেন অয়ন। সেই সূত্র অনুযায়ী ইনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকেরা শ্বেতাকে তলপ করেছে ইডি দপ্তরে।
শ্বেতার বাবা অরুন চক্রবর্তী শ্বেতার গাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেন অয়ন সেটা স্বীকার করে নিয়ে বলেন কামারহাটি পৌরসভায় কর্মরত থাকার পরেও অবসর সময়ে অয়নের প্রমোটিং ব্যবসার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন শ্বেতা। সেই সুবাদেই গাড়ি কেনার জন্য কিছু অর্থ দিয়েছিলেন অয়ন।