আজ বিশ্ব কবিতা দিবসঃ তোমাদের কাছে যেতে চাই

আমার কবিতা
তমাল সাহা

শীতের প্রহরে প্রৌঢ় বেলা কেটে যায়
শুয়ে থাকি জানালার কাছে বিছানাতে
মুখে রোদ এসে পড়ে
কবিতার এক হাতে চায়ের কাপ
অন্য হাতটি জড়ানো আমার হাতে।

সূর্য কখন উঠে গেছে, উঠে পড়ো
কখন লিখবে রোজনামতা
আমি তাকিয়ে থাকি, মুহূর্তটি দেখি
এও তো এক অনন্য কবিতা।

আজ কি হয়েছে বলো
কি লিখেছে সংবাদের পাতা?
লড়াই তো এখনও থামেনি
কৃষকেরা এখনও তেজি মেজাজে
বুকে আগুন চোখে মুখে দৃঢ়তা।

তাহলে বলো কি লিখি আজ
রোজই যদি লড়াই চলে
প্রেমের কবিতা লিখবো কবে
আমার সব কবিতাতেই তো চড়া মেজাজ।

সংগ্রাম-ই তোমার প্রেম
লড়াই- ই তোমার ভালোবাসা
এসব তো আমি জানি
এসব জেনেই তো তোমার কাছে আসা।

আমিই তোমার মনসৃজা
আমিই তোমার কবিতা
চেয়ে থাকি তোমার দিকে
আজীবন তোমার পাশে যেন
আমার আসনটি থাকে পাতা।