আন্দোলনকারী পার্শ্বশিক্ষিকার মৃত্যু। আন্দোলনের প্রথম শহীদ।
অন্য শোকগাথা
তমাল সাহা
কে মরে গেল? কাকে মেরে গেল?
তার পরিবারে কারা কারা ছিল?
পুত্র কন্যা বা পতির কথা বলছি না
রাষ্ট্র কি তার পরিবারের মধ্যে পড়ে?
আটদিন একটানা অবস্থান—
ক্লান্ত হয়ে বাড়ি ফেরে
রাষ্ট্রের ভ্রূক্ষেপহীনতায় গেল মরে।
জন্ম যখন স্বাভাবিক মৃত্যুও তো তাই।
জন্মিলে মরিতে হবে অমর কে কবে ভাই!
এখন শহীদ অমর রহে
এই এক বাঁধাবুলির তোলো স্লোগান।
অস্ত্রাগার বানিয়েছে কে
কাদের জন্য কারা বানায় এতো
মারণাস্ত্র মেশিন গান?
তুমিও তো তার অংশীদার—
ভাববে না একবার?