আজ কিন্তু প্রস্তাব দিবস। কিসের প্রস্তাব, কার প্রস্তাব, প্রস্তাবের কিবা প্রয়োজন?

আজ প্রস্তাব দিবস
তমাল সাহা

আমার কি আছে মনে
কে কাকে প্রস্তাব দিয়েছিল প্রথমে?
পরে তো দেখি,তুমি না আমি
এ নিয়ে বিতর্ক উঠেছিল চরমে।

বোধ করি, প্রাথমিক প্রস্তাবে
উদ্বেলিত হয়েছিল দেহ ও মন
শুধু বাতাস জানে,নক্ষত্রও জানে
মুহূর্ত প্রেমের প্রথম দীর্ঘ…
চুম্বনটি সেরেছি কখন!

চাঁদ বড় হয়ে উঁকি মেরে বলে,
আমি কিন্তু ফেলেছি দেখে
সর্বনাশী কাণ্ডটি ঘটেছিল অনেকক্ষণ!
রক্তিম পলাশ গাছটিও নীরব দর্শক তখন।
তবে শুনে রাখো,
বলবো না কাউকে করছি অঙ্গীকার
ভালোবাসায় ঘনবদ্ধ হয়ে থাকো
কখনও বলবে না কে কার?
বলো শুধু
আমি তোমার, তুমি আমার।

প্রস্তাব– প্রথম প্রতিশ্রুতি
দেওয়াই জাগতিক রীতি।
বৃহৎ দৃষ্টিতে দেখি–
সমাজ, রাজনীতি।
প্রথম প্রস্তাবেই রাখো তুমি,
মানুষকে ভালোবাসো।
মানুষই তো চালাবে
এ বিশ্ব ভুবন।
মানুষ তো মানুষেরই সৃজন।
তোমরা তো স্রষ্টা
আরও নিকটে এসো,
পাশাপাশি থাকো অনুক্ষণ।

ভালোবাসা ছাড়া কী আছে আর—
পৃথিবীর আদিম অকৃত্রিম অধিকার!