অবতক খবর: পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনের দিনই গ্রেফতার তৃণমূল প্রার্থী। সোমবার বীরভূমের নলহাটি থেকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। দিন কয়েক আগে মহম্মদবাজার থানা এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক-সহ বিস্ফো*রক উদ্ধার হয়। সেই তদন্তে নেমে এনআইএ’র জালে উঠে এল তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী।

ধৃতের নাম মনোজ ঘোষ। ইতিপূর্বে তাঁকে দু’বার নোটিস পাঠানো হয়েছিল। এদিনও নলহাটি থানায় ডেকে পঞ্চায়েত প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তারপর তাঁকে গ্রেফতার করা হয়। স্বাভাবিকভাবেই এই গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে নলহাটিতে এনআইএ হানা দিয়েছিল।একটি পাথর খাদান থেকে বিস্ফো*রক জিলেটিন স্টিক, ডিটোনেটর, একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। খাদানের যে ঘর থেকে উদ্ধার হয় সেই ঘরটি এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী মনোজ ঘোষের। সেই সূত্রেই এদিনের গ্রেফতারি।