অবতক খবর , সংবাদদাতা , আসানসোল :: করোনা পরিস্থিতিতে প্রবীণ মানুষেরা কেমন আছেন ও তাদের কোন সমস্যা থাকলে, তার সমাধান করতে হবে। তাদের সাহায্য করতে হবে। সদ্য হওয়া ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই মতো শুক্রবার আসানসোল পুরনিগমে এক বৈঠক করা হয়। সেই বৈঠকে আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি ছাড়াও ছিলেন দূর্গাপুর পুরনিগমের মেয়র দিলীপ অগস্থি ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি।
মুখ্যমন্ত্রী আরো বলেছিলেন ঐসব প্রবীণ নাগরিকদের দেখভাল ও সাহায্য করতে হবে। এদিনের বৈঠকে গোটা বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। পরে আসানসোলের মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মতোই কাজ করা হবে। তারজন্য আলোচনা করে একটা পরিকল্পনা করা হচ্ছে।