অবতক খবর , সংবাদদাতা, সালানপুর:-করোনার মহারমারীর মধ্য দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পালিত হলো তৃণমূল ছাত্র পরিষদের ২১তম প্রতিষ্ঠা দিবস।এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।কেক কেটে,মাক্স ও গাছের চারা বিতরণের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন ছাত্র সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের নয়নের মনি আজকের এই দিনটি প্রতি বছর কলকাতায় বড়ো আকারে মিছিলের মাধ্যমে করা হয়,কিন্তু এখন দেশে করোনা মহামারী চলছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রছাত্রীদের মধ্যে কেক কেটে,গাছের চারা ও মাক্স বিতরণ করে দিনটি পালন করা হয়।

এই অনুষ্ঠানে সালানপুর ও চিত্তরঞ্জন ব্লকের ছাত্র পরিষদের সভাপতি মিঠুন মণ্ডল জানান করোনার জেরে আজকের এই দিন ছোট্ট আকারে পালন করা হলো,কেক কেঁটে গাছের চারা ও মাক্স বিতরণ করে আজ এই দিনটি পালন করা হয়,তিনি আরো বলেন দুপুর ২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে ছাত্র সমাজের নিয়ে ভাষণ দিবেন তাই প্রতিটি যুব সমাজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগদান করার আবেদন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,রূপনারায়ানপুর পঞ্চায়েত প্রধান রানু রায়,তৃণমূল নেত্রী রুমেলি দাস,ছাত্র যুব নেতা অমিত সিং,শ্যামল রাউথ,অরূপ রক্ষিত,বীর সিং সহ আরো অনেকে।