হক জাফর ইমাম :: অবতক খবর :: ১৪ই, নভেম্বর :: মালদা :: আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী কে গ্রেফতার করলো মালদা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । বুধবার সকালে হরিশ্চন্দ্রপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুষ্কৃতীকে ধরা হয়,ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড গুলি।
মালদা হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান ধৃতের নাম রাজেন্দ্র ওরাও (২৪), তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভাট্টা গ্রামে, ধৃত কী উদ্দেশ্যে স্টেশনে ঘোরাফেরা করছিল তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ।ধৃতকে বুধবার মালদা চাচল মহকুমা আদালতে তোলা হয়েছে।