সম কাজে সম বেতনের দাবিতে সরব পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি।

হক জাফর ইমাম :: অবতক খবর :: ১৪ই, নভেম্বর :: মালদা :: সম কাজে সম বেতনের দাবিতে আন্দোলনে সরব পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সমিতি। গোটা রাজ্যের সাথে মালদা কলেজেও বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট সংগঠনের মালদা কলেজ ইউনিট। বুধবার সকাল দশটা থেকে মালদা কলেজের অধ্যক্ষর অফিস ঘরের সামনে বিক্ষোভ অবস্থানে বসেন অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি দাওয়া মানা না হলে লাগাতার অবস্থান বিক্ষোভ চলবে বলে হুমকি দিয়েছেন বিক্ষোভরত সদস্যরা।

এক সদস্য তনয়কুমার ভট্টাচার্য অভিযোগের সুরে বলেন,‘‌আমাদের কলেজে মাত্র ১৩ জন স্থায়ী কর্মী। বাকি ৫৪ জন অস্থায়ী কর্মী। অস্থায়ী কর্মীরাই পুরো কলেজটা চালাই আমরা। একদিন কাজ না করলে ১৯টি বিভাগের মধ্যেই প্রভাব পড়বে। এমনকী ক্লাসও বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আমাদের স্থায়ীকরণ তো দূর, বেতনও লজ্জাজনক দেওয়া হয়। আমাদের দাবি মানা না হলে লাগাতার আন্দোলন চলবে।’‌