অবতক খবর , অভিষেক দাস, মালদা:-  পুজোর মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ সুপারের নির্দেশে প্রতিটি থানায় গঠন হয় পুলিশের স্পেশাল অ্যান্টিক্রাইম টিম। আর সেই টিমের হাতেই বড়োসড়ো ডাকাতির ছক বানচাল। চাঁচল থানা পুলিশের স্পেশাল অ্যান্টিক্রাইম টিম গোপন সূত্রে খবর পেয়ে ধারালো অস্ত্র একটি আগ্নেয়াস্ত্রসহ চারজনের একটি ডাকাতদল কে গ্রেফতার করে। এদিন ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে চাচল থানার স্পেশাল অ্যান্টিক্রাইস্ট টিম এলাকায় টহল দিতে বেরোনোর সময় তাদের কাছে গোপন সূত্রে খবর আসে , চাঁচল থানার পহরিয়া শ্মশান এর মধ্যে বেশকিছু দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয়েছে।

এই খবর পাওয়ার পরেই ওই টিম ঘটনাস্থলে যান এবং দুষ্কৃতীদের ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করে চাঁচল থানায় নিয়ে আসে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। ধৃতদের কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্রসহ এক রাউন্ড গুলিসহ একটি পাইপগান উদ্ধার করে। এদিন তাদের পাঁচদিনের পুলিশ হেফাজতে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। তদন্তের জন্য তাদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ।