হক জাফর ইমাম :: অবতক খবর :: ২জানুয়ারী :: মালদহ ::   প্রায় ৩০ ফিটের গোপাল ঠাকুরের মূর্তি বসিয়ে শিশু পার্কের শুভ উদ্বোধন হলো মালদায়। শহরের ঘোড়াপীর এলাকায় নতুন বছরের প্রথম দিন বুধবার রাতে মালদা ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে ঘোড়াপীর এলাকায় ওই পার্কের উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান নিহার ঘোষ এবং উপ পৌরপ্রধান বাবলা সরকার। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।

ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পার্কের তৈরীর পরিকল্পনা নেওয়া হয়। পুরসভার পক্ষ থেকে সব রকমের সহযোগিতা করা হয়েছে। বছরের শুরুতেই অভিনবভাবে ঋষি-মনীষীদের মূর্তির বদলে গোপাল ঠাকুরের মাখন খাওয়ার বিশালাকৃতি মূর্তি উদ্বোধন করা হলো। এই পার্কের শিশুদের খেলার সামগ্রী, নানা ধরনের আলোকসজ্জা তো রয়েছেই। কিন্তু মূল আকর্ষণ “মাখন চোর গোপাল”।

মালদা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহার ঘোষ জানিয়েছেন, এই পার্কের জন্য ব্যয় হয়েছে প্রায় ৪ লক্ষ টাকা। এখনো অনেক কাজ বাকি রয়েছে। ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে পার্কটি তৈরি হচ্ছে। ইংরেজবাজার পুরসভা তাদেরকে সব রকম ভাবে সহযোগিতা করেছে। তবে এবারের অভিনবত্ব গোপাল ঠাকুরের মাখন খাওয়ার দৃশ্য। যা বিশালাকৃতির মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে।

বিগত দিনে মালদা শহরের বিভিন্ন মনীষীদের মূর্তি বসানো হয়েছিল। কিন্তু এই প্রথম শহরের একটি পার্কে এই ধরনের ঠাকুরের মূর্তি উদ্বোধন করা হয়। এই গোপাল ঠাকুরের মূর্তি দেখতে সাধারণ মানুষের ভিড় করবে বলেও দাবি ঘোড়াপির সার্বজনীন দুর্গোৎসব কমিটি কর্তাদের।