অবতক খবর,২৭ মার্চ,মলয় দে,নদীয়া:- উইকিপিডিয়া অনুযায়ী আর্থ আওয়ার হলো এমন একটি বিশ্বব্যাপী আন্দোলন যার ফলে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড গঠন হয় প্রকৃতির। অর্থাৎ ব্যক্তিগত ব্যবসায়িক বা যেকোনো উদ্দেশ্য ব্যবহৃত বিদ্যুৎ এর কিছুটা সঞ্চয় এর মনোবৃত্তি সৃষ্টি করা।

প্রতি বছর, মার্চের শেষ শনিবার রাত 8:30 টা থেকে শুরু করে সাড়ে নটা পর্যন্ত সারা বিশ্ব জুড়ে নিজের নিজের দেশের সময় অনুযায়ী লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনের প্রতি তাদের সমর্থন দেখায়, প্রকৃতির ক্ষতি এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।

কিন্তু এই বছর, আর্থ আওয়ার একটি অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং সময়ে অনুষ্ঠিত হচ্ছে। অনিশ্চয়তার মাঝে, আর্থ আওয়ার সংহতির জন্য একটি প্রস্তাব করেছে। এ ধরিত্রী যেমন সকলের বাস করার অধিকার তেমনই রক্ষা করার অধিকার সকলের। তাই ধর্ম বর্ণ রাজনীতি কুসংস্কারের ঊর্ধ্বে সকল আগামী প্রজন্মের শিক্ষনীয় হিসাবে মেনে চলা এবং তাদের শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এ সময়।