অবতক খবর,২ ডিসেম্বর: উত্তর ২৪ পরগনা বনগাঁ ব্লকের কয়েকশো আসা কর্মী ৬ মাস ধরে তাদের ইন্সেন্টিভ পাচ্ছে না। সেই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে বনগাঁ ব্লকের সুন্দরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ইন্সেন্টিভ পরিশোধ করার আবেদন জানিয়ে বনগাঁ ব্লকের বি এম ও এইচ মৃগাঙ্ক সাহার কাছে ডেপুটেশন জমা দেয় । আশা কর্মীদের দাবি, তাদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক, তারা সম্মান নিয়ে বাঁচতে চায় । তারা সাম্মানিক পেলেও তাদের ইন্সেন্টিভ পায়নি, শেষ ছয় মাস ইন্সেন্টিভ পরিষদের আবেদন জানায় তারা ।

এই বিষয়ে বনগাঁ ব্লকের বি এম ও এইচ মৃগাঙ্ক সাহা জানান স্বাস্থ্য দপ্তরের টেকনিক্যালি সমস্যা থাকার কারণে শেষ ছয় মাস আশা কর্মীরা তাদের ইন্সেন্টিভ পাচ্ছেন না । আগামী সাত দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে আমার ধারণা ।