অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) :- জেলা গ্রন্থাগার বিভাগের পরিচালনায় আগামী ২৫ ডিসেম্বর মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে শুরু হতে চলেছে ৩২ তম জলপাইগুড়ি জেলা বইমেলা।

সোমবার মাল পুরসভার সভাকক্ষে এক সাংবাদিক বৈঠকে জেলা গ্রন্থাগার আধিকারিক সৈকত গোস্বামী বলেন –

বইমেলার উদবোধন করবেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।বিশেষ অতিথি হিসেবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: মহেন্দ্রনাথ রায় সহ বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত থাকবেন।

জানা গেছে, বইমেলায় ৫০ থেকে ৫৫ টি স্টল থাকবে।এছাড়া প্রতিদিন সেমিনার এবং কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে।বইমেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।