অবতক খবর,৭ সেপ্টেম্বরঃ ২৭ নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা, খানাকন্দে ভরা জাতীয় সড়ক। কর্তৃপক্ষ উদাসীন বলছেন স্থানীয় বাসিন্দা থেকে রাজনৈতিক দলের নেতৃত্বরা। ইসলামপুর থেকে রায়গঞ্জ যেতে পরের দু দুটি টোল সেখানে গাড়ির থেকে আদায় করা হয় টোল তবুও রাস্তা মেরামত করা হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন বর্ষাকালে এর অবস্থা আরো খারাপ হয়ে যায় কারণ বৃষ্টির জল ওই গর্তগুলো ভর্তি হয়ে থাকে যার ফলে বোঝা যায় না প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় পথ চলতেই সাধারণ মানুষ বাইক আরোহী গাড়িচালকদের।

এক গাড়ি চালক বলেন এর থেকে গ্রামের রাস্তা ভালো। সেখানে চলার কোন অসুবিধা হয় না তবে জাতীয় সড়কের এতটাই খারাপ অবস্থা চোখের সামনে যে কোন সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন জাতীয় সড়কের অবস্থা বেহাল খানাখন্দে ভরা তবে যেসব ঠিকাদাররা কাজ করছেন জাতীয় সড়কের তাদের দ্রুততার সঙ্গে জাতীয় সড়ক মেরামত করা উচিত । দিন দিন এই রাস্তা আরও বেহাল পরিণত হচ্ছে পথ চলাচলে দায়ী হয়ে পড়ছে অতি দ্রুততার সঙ্গে এই রাস্তা মেরামত করা উচিত। বিজেপি নেতা ও ইসলামপুর শহর মন্ডলের সভাপতি জ্যোতির্ময় সেট বলেন রাস্তার অবস্থা বেহাল অতি দ্রুততার সঙ্গে জাতীয় সড়কের সংস্কার কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।