অবতক খবর,২৫ জানুয়ারিঃ আগামীকাল ২৬ শে জানুয়ারি দুর্ঘটনার হাত থেকে বাঁচতে জিআরপি ও আরপিএফ এর যৌথ উদ্যোগে বালি ব্রিজকে bom squad ও স্লিপার ডগ দ্বারা পুরো পরীক্ষা করা হলো। যাতে করে কোন নাশকতার ঘটনা না ঘটে তারই ছবি দেখা গেল বালি ব্রিজের বালি ব্রিজের রেল লাইনটি বালিখাল স্টেশন থেকে দক্ষিণেশ্বর অব্দি এই স্লিপার ডগ দ্বারা ও বোম স্কোয়ার দিয়ে পরীক্ষা করানো হল যাতে করে কেউ এখানের কোন নাশকতার ঘটনা ঘটাতে না পারে জিআরপি সূত্রে খবর এই ধরনের ঘটনা সম্ভাবনা আছে তাই এই ব্যবস্থা নেয়া হলো। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে নাশকতা ঠেকাতে বেলুড় জিআরপির অফিসার ইনচার্জ শুভাশিস মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে বালি ব্রিজ অনুসন্ধান করল বেলুর জিআর পি।

স্নিফার ডগ, প্লান্টেড বোম searching and deactivating যন্ত্র সহ তন্ন করে তল্লাশি চালানো হয় গোটা বালি ব্রীজে।

প্রতিবছর স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্রিজ ও রেলওয়ে স্টেশন এই ভাবেই অনুসন্ধান চালায় রেল পুলিশ।