অবতক খবর,২৫ জানুয়ারিঃ বহরমপুরে পাইপ লাইনের কাজ চলার সময় ধস । মৃত্যু হল এক শ্রমিকের।। বহরমপুর সৈদাবাদ এলাকায় পাইপলাইনের কাজ চলছিল । সেই সময় ধস নামে। খাদে পড়ে যান দুই শ্রমিক। এক জনকে উদ্ধার করা গেলেও মৃত্যু ঘটে এক শ্রমিকের। আহত শ্রমিকদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন যে এটি একটি ক্রিমিনাল অফেন্স। প্রোগ্রাম এবং এই মৃত্যুটি একটি হত্যা রমজান শেখের এখানে জীবন্ত কবর হল। রমজান শেখ এক গরীব পরিবারের সন্তান পেটের দায়ে কাজ করতে এসে তার জিন্দা কবর হয়ে গেলে বলে জানান অধীর রঞ্জন চৌধুরী। অধীর বলেন উন্নয়নের নামে আমি জীবন্ত কবরস্থান তৈরি করছি, আর একটা শ্রমিক কপাল জোর সে বেঁচে গেল। তিনি আরো বলেন যারা দায়িত্বে আছেন সেগুলি আমাদের দেখার দরকার নেই, কিন্তু যে অথরিটি আছেন। আমাদের এই রাস্তাটি হচ্ছে শহরের প্রাণকেন্দ্র কি কি সতর্কতা প্রয়োজন সেগুলির না করেই এই কাজ কি করে শুরু করা হলো জানতে চান অধীর। তিনি বলেন যারা দায়িত্বে আছেন তাদের অসাবধানতার ফলেই আজকের তরতাজা রমজান শেখ এই পৃথিবী থেকে চলে গেলেন এর দায়িত্ব কে নিবে।