অবতক খবর,৩০ সেপ্টেম্বর: ১০০ দিনের কাজ নিয়ে ব‍্যাপক দুর্নীতির অভিযোগ উঠল বারাসাত ব্লক ২ অধীন দাদপুর পঞ্চায়েতের শঙ্করগাছি গ্রামের সদস‍্য এবং সুপারভাইজারের বিরুদ্ধে। শঙ্করগাছি গ্রামের মানুষের অভিযোগ ১০০ দিনের কাজে জব কার্ড হোল্ডাররা কাজ পাচ্ছে না অথচ কাজের টাকা যথারীতি তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েক লক্ষ টাকা তছরুপ হয়েছে বলে গ্রামের মানুষের দাবী। অভিযোগ গ্রাম সদস‍্য লুৎফার রহমান , সুপারভাইজার আকড়াম আলী এবং সহ-সুপারভাইজার রাবেয়া বিবি মিলিত ভাবে ষড়যন্ত্র করে এই টাকা হাতিয়ে নিয়েছে। কোভিড পরিস্থিতিতে গ্রামের মানুষের হাতে কাজ নেই ফলে সরকারের ১০০ দিনের কাজই তাদের প্রধান ভরসা কিন্তু পঞ্চায়েত সদস‍্য এবং সুপারভাইজারের দুর্নীতির কারণে সেই কাজ অমিল। পুরো বিষয়টি বিডিও কে লিখিত ভাবে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বিডিও অর্ঘ্য মুখার্জী। একাধিক বার পঞ্চায়েত প্রধান এবং সদস‍্যের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন ধরেনি।

পরে দাদপুর পঞ্চায়েত প্রধান মহীতাজ খাতুন অভিযোগের কথা স্বীকার করে বলে পুরো বিষয়টি খতিয়ে দেখে যদি কেউ দোষী সাব‍্যস্ত হয় তাহলে তার বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে। বিডিও এবং পঞ্চায়েতে অভিযোগের পর অভিযুক্তদের বিরুদ্ধে আদৌ তদন্ত হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে স্থানীয়রা কারণ সর্ষের মধ‍্যেই যে ভূত যদিও ভয়ে কেউ মুখ খুলতে চাইছে না।