অবতক খবর,৩০ সেপ্টেম্বর,বাঁকুড়া:- গত বেশ কয়েকদিন টানা বৃষ্টিপাতের জেরে বাঁকুড়া জেলার নদীগুলি জলস্তর বারতে শুরু করেছেন বৃহস্পতিবার দুপুর 11:00 পর্যন্ত দামোদর নদের উপর অবস্থিত দুর্গাপুর ব্যারেজ থেকে 160750 কিউসেক জল ছাড়া হল সকাল সাড়ে আটটা পর্যন্ত বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত হয়েছে 231 মিলিমিটার সকাল থেকেই আকাশ মেঘলা দফায় দফায় বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে।
এর পাশাপাশি জেলার মধ্যভাগ দিয়ে প্রবাহিত গন্ধেশ্বরী নদীতে জল ছাড়া হয়েছে 116590 কিউসেক এবং দারকেশ্বর নদীর জল ছাড়া হয়েছে 90458 কিউসেক।
মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মুকুটমণিপুর কংসাবতী সেচ দপ্তর।২৫০০০ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিল মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে । বর্তমানে জল স্তর রয়েছে ৪৩৪.২ ফুট। এই জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে ঘাটাল পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকা। বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে যার ফলে এলাকার চাষীরাও ক্ষয় ক্ষতির মুখে পড়বে।
এদিন সকাল 11 টা নাগাদ ৮ টি গেট থেকে 25 হাজার কিউসেক জল ছাড়া হলো।