নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::   বাঁকুড়া জেলার হীড়বাঁধ ব্লকের বহড়ামুড়ি পঞ্চায়েতে দ্বিতীয় ধাপে কর্মদিশা প্রকল্পের শুভ সূচনা হলো ।এই প্রকল্পের শুভ সূচনা করেন রাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী অধ্যাপক শ্যামল সাঁতরা মহাশয়। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের মরসুমি ফলের বাগান তৈরি, ক্যানেল সংস্কার, ছোট ছোট পুকুর তৈরি, বাঁধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই রাজ্যের শ্রমিকরা দেশের বিভিন্ন রাজ্যের শ্রমিকরা লকডাউন শুরু হওয়াতে দেশের বিভিন্ন স্থানে আটকে পড়েছিলেন। রাজ্য সরকারের সহযোগিতায় পরিযায়ী শ্রমিকরা ধীরে ধীরে নিজের এলাকায় ফিরতে পেরেছেন । এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গ্রামের সমস্তস্থরের মানুষ কাজ পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে।