ভারতীয় জনজাতি জাগরণ আন্দোলনে হিমাংশু কুমার একটি নাম। তিনি সুদীর্ঘ বছর আদিবাসীদের পাশে থেকে কাজ করে চলেছেন। তার এই কাজকর্মে রাষ্ট্র দেশদ্রোহিতার গন্ধ খুঁজে পেয়েছে। এর জন্য তার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করা হয়েছে অথবা তাকে জেলকুঠিতে অন্ধকার জীবন কাটাতে হবে

হিমাংশু কুমার
তমাল সাহা

হিমাংশু মানে তুমি কি জানো?
সে তো চাঁদ হয়ে আলো ছড়ায়।
এখনো অন্ধকার ছেয়ে আছে বনবাসীপাড়ায়।

চাঁদ ওই পাহাড়ের উপরে হাসে
হিমাংশু কুমার জানিয়ে দিয়েছে
আজীবন সে আদিবাসীদের পাশে।

ভুয়ো এনকাউন্টার, রাষ্ট্র নির্বিচারে মানুষ করবে খুন?
এতো রক্তপাত! চুপ থাকা যায়?
খেয়েছি তো মানবতার নুন।

অনেকে তো অনেক কিছুই ভাবে
রাষ্ট্রও যা ইচ্ছে ভাবতে পারে
সে আদিবাসীদের জন্য কাজ করে যাবে।

জরিমানা বা জেল কোনটা চাও তুমি?
কাকে ভয় দেখাস রে রাষ্ট্র!
সোচ্চারে বলে ওঠে জন্মভূমি।

রাষ্ট্র! রাষ্ট্রের হাতে অস্ত্র, রাষ্ট্রের হাতে ক্ষমতা
রাষ্ট্র করতে পারে হুকুম জারি।
আমাদেরও রাষ্ট্রকে জানিয়ে দেওয়া জরুরি
আমরা তার পাশে আছি,
অতন্দ্র আমাদের পাহারাদার