অবতক খবর,১০ জুলাই,নববারাকপুর : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে যেখানে দিকে দিকে অশান্তির আবহাওয়া চলছে। ঠিক সেই সময় মানুষের প্রকৃত কতর্ব্য কি। ধর্ম কি। মানুষের ধর্মই মনুষত্বের ধর্ম। একথা প্রচার ও প্রসার পশ্চিমবঙ্গ জুড়ে গ্রাম থেকে গ্রামাঞ্চলে হিংসা ভুলে শান্তির বার্তা নিয়ে ধর্মসভা করছেন বিশ্ব সেবাশ্রম সঙ্ঘ প্রতিষ্ঠাতা তথা বিশ্বমাতা মন্দিরের আনন্দময় দিব্য পুরুষ শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী। রবিবার সন্ধ্যায় মোহনপুর নস্করপুরে আলভি ভবন বলরাম পোলে এক ধর্মসভা বহু মানুষের সমাগম দেখা যায় ।ধর্মসভা য় ভক্তদের ঢল নামে। প্রধান বক্তা পুজ্যপদ শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী ।বলেন প্রেম ভালোবাসার পরিবর্তে হিংসার যে বাতাবরণ চারিদিকে বইছে। সেখানে শান্তির বার্তা একমাত্র ধর্ম দিতে পারে। সেই ধর্ম মনুষত্বের ধর্ম। মানবতার ধর্ম। দিকে দিকে গ্রাম থেকে গ্রামাঞ্চলে যতটা জানাতে পারবে তত মানুষ হিংসা ভুলে শান্তির পথে এগোতে পারবে।